Text Practice Mode
খুলনা জেলা
created Nov 28th 2021, 13:04 by Nazmul Hussain Khan
0
178 words
24 completed
0
Rating visible after 3 or more votes
00:00
হয়রত পীর খাজা খানজাহান আলী (র.) স্মৃতি বিজড়িত ও ভৈরব-রূপসা বিধৌত খুলনার ইতিহাস-ঐতিহ্য গৌরব মন্ডিত। খুলনা নামকরণের উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হচ্ছে ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত ‘খুলনেশ্বরী মন্দির’ থেকে খুলনা নামের উৎপত্তি। খুলনা জেলার প্রতিষ্ঠাকাল ১৮৮২ খ্রিস্টাব্দ। খুলনা বাংলাদেশের বৃহত্তম জেলার মধ্যে তৃতীয়। ঢাকা ও চট্টগ্রামের পরেই খুলনার অবস্থান। এর আয়তন ৪৩৯৪.৪৬ বর্গ কি.মি.। খুলনা জেলায় উপজেলার সংখ্যা ০৯টি। শিক্ষার হার ৬১.১%। খুলনার প্রধান নদ-নদী পশুর, ভদ্রা, ভৈরব, রূপসা, শিবসা, কপোতাক্ষ, আতাই ইত্যাদি। খুলনা জেলার দর্শনীয় স্থান খুলনা বিভাগীয় জাদুঘর, খানজাহান আলী সেতু, শহীদ হাদিস পার্ক, শেখ রাসেল ইকো পার্ক। ওদিকে সন্দেশ, নারিকেল এবং গলদা চিংড়ির জন্য খুলনা জেলা বিখ্যাত। এ জেলার প্রচুর পরিমাণ নারিকেল গাছ রয়েছে। এছাড়া প্রতিবছর কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে যে চিংড়ি থেকে সেটা খুলনা জেলা থেকেই বেশি আসে। খুলনা পরিচিত বেশি সুন্দরবনের জন্য। সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবনের মোট আয়তনের প্রায় ১০ হাজার বর্গ কি.মি.। যা যৌথ ভাবে বাংলাদেশে ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনে বাংলাদেশের অংশের আয়তন ৬০১৭ বর্গ কি.মি.। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুণা জেলা নিয়েই বাংলাদেশের সুন্দরবন।
saving score / loading statistics ...