Text Practice Mode
দুই শ্রেণীর জাহান্নামী লোক
created Sep 25th 2020, 04:28 by GrahamJRubio
2
92 words
42 completed
4.33333
Rating: 4.33333
saving score / loading statistics ...
00:00
হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, দুই শ্রেনীর জাহান্নামী লোককে আমি (এখনো) দেখতে পাইনি (কেননা পৃথিবীতে এখনো তাদের আর্বিভাব ঘটেনি)। প্রথম শ্রেনীর একদল হচ্ছে তারা, যারা গরুর লেজের ন্যায় চাবুক নিয়ে ঘুরে বেড়াবে এবং অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে।
দ্বিতীয় শ্রেনীর দলটি হলো ঐ সকল নারী যারা হবে বস্ত্রসজ্জিতা অথচ নগ্না। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথাগুলো হবে বড় বড় হেলে যাওয়া উটের কুজের ন্যায়। এ সকল নারী জান্নাতে প্রবেশ করতে তো পারবেই না এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুরভি বহু দুর হতে পাওয়া যায়। (মুসলিম শরীফ)।
দ্বিতীয় শ্রেনীর দলটি হলো ঐ সকল নারী যারা হবে বস্ত্রসজ্জিতা অথচ নগ্না। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথাগুলো হবে বড় বড় হেলে যাওয়া উটের কুজের ন্যায়। এ সকল নারী জান্নাতে প্রবেশ করতে তো পারবেই না এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুরভি বহু দুর হতে পাওয়া যায়। (মুসলিম শরীফ)।
