Text Practice Mode
বাংলাদেশ যার উন্নয়ন চলছে এবং চলবে
created Nov 7th 2019, 04:28 by kShahadat
1
202 words
40 completed
4.5
Rating visible after 3 or more votes
00:00
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এর উন্নয়ন কাজ সবসময় চলমান। যেমন একটি কাজ শুরু হয়ে শেষ হবার আগেই সেটিকে আরোও উন্নত করার জন্য নতুন করে কাজ শুরু করা হয়। এই তো প্রায় দুই বছর পয়নিষ্কাশন কাজ শেষ করে নতুন করে আরোও বড় পরিসরে পয়নিষ্কাশন কার্যক্রম শুরু হল। আবার এটি শেষ হবার আগেই নতুন আরেকটা অনুমোদনের অপেক্ষায় থাকবে। আর আমরা তো দেখছি একটার পর একটা উন্নয়ন কাজ চলছে আর চলবে। এই যেমন মহাখালীর ফ্লাইওভার, কত কু-পরিকল্পনা করে বানানো হল অথচ সব সময় মহাখালিতে জ্যাম, এখন চিন্তা করা হচ্ছে এটি ভেঙ্গে নতুন করে প্লান করে ফ্লাইওভার করা হবে যাতে সেখানে কোন যানজট না থাকে। এভাবে কোন দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা না করে নিজের পকেটে টাকা এবং ভবিষ্যৎ ক্ষমতাধারীদের পকেটেও যেন কিছু টাকা ঢুকে সেরকম প্লান করা হবে এবং হচ্ছে। জনগনের অনেক টাকা এই টাকায় একবার কাজ করলে সব টাকা পড়ে থাকবে ভেবেই আমরা প্লান করি স্বল্পমেয়াদের। উন্নয়ন কাজ চলার সময় যে ধুলা হয় তা জনগণের চোখে দিয়ে, আমরা জনগণের চোখে ধুলো দিয়ে যাচ্ছি আর তারা যখনই দেখে, তখনই আমরা বলি উন্নয়ন কাজ চলমান আপনারা দেখুন আমাদের নৃত্য। এভাবেই চলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনে তোর আমেরবনে ঘ্রানে পাগল করে মারি হায় হায়রে মা তোর মুখের বানি আমার কানে লাগে সুধার মত....
saving score / loading statistics ...