Text Practice Mode
মুশফিককে বাংলাদেশের ঠাণ্ডা মাথার ধোনি বললেন শেবাগ
created Nov 5th 2019, 06:02 by Masud
3
67 words
67 completed
3
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ের মূল নায়ক মুশফিকুর রহিম। ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকবাজের কমেন্ট্রি বক্সে থাকা শেবাগ মনে করেন, মুশফিক ঠিক সেভাবেই ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে কেড়ে নিয়েছেন ভারতের জয়। এমনকি তার মনে হচ্ছিল, বাংলাদেশের হয়ে ধোনিই বুঝি ব্যাট করছেন, মুশফিক নয়। তিনি আরো বলেন, ‘মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং।’
