eng
competition

Text Practice Mode

বাংলাদেশ উন্নয়ন ফোরাম ও উন্নয়ন।

created Jun 25th 2019, 06:29 by Sujan Devnath


4


Rating

128 words
48 completed
00:00
বিখ্যাত ব্যক্তিদের একটি উক্তি দিয়ে নিবন্ধটি শুরু করা যেতে পারে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া। এই প্রতিকূলতার মধ্যে রয়েছে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, অতি ঘন জনসংখ্যার ব্যবস্থাপনা এবং বাংলাদেশের অগ্রযাত্রা অনেকটা পৌরাণিক পাখির মতো, যে চিতাভস্ম থেকে বেঁচে ওঠে। বলাবাহুল্য, সেই সূত্রে তলাবিহীন ঝুড়ি থেকে পুরোদস্তুর উন্নয়ন ধাঁধা হিসেবে আবির্ভূত হওয়া। বিশেষত প্রত্যাশিত আয়ু বৃদ্ধি, পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর হার হ্রাস, মেয়েদের স্কুলে অন্তর্ভুক্তির হার ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতিকেও ছাড়িয়ে গেছে। এটা বলা বোধ হয় অত্যুক্তি হবে না যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে বিশ্বের সেরা সমাজবিজ্ঞানীরা বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। বিশেষত গেল প্রায় এক দশক ধরে জিডিপি প্রবৃদ্ধির হার অব্যাহতভাবে শতাংশের ওপরে ওঠা এবং অতি সম্প্রতি শতাংশ অতিক্রম করা একটি অবিস্মরণীয় ঘটনা বলতে হবে।

saving score / loading statistics ...