eng
competition

Text Practice Mode

ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স।

created May 18th 2019, 17:46 by Sujan Devnath


2


Rating

145 words
33 completed
00:00
বর্তমান দেশে ব্যাংকিং খাতে চাকরির চাহিদা অনেক বেশি। পেশাতে প্রতিনিয়ত মানুষের আগ্রহ বাড়ছে। পাশাপাশি সমাজের কাছে সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃত। ব্যাংকিং সেক্টরে প্রাইভেট ব্যাংকগুলো ঢুকে পড়ার কারণে এটি তরুণ-তরুণীদের পছন্দের চাকরি তালিকায় অন্যতম প্রধান বলে গণ্য হচ্ছে। ব্যাংকিং সেক্টরে কাজের ভালো পরিবেশের সঙ্গে বেতন কাঠামো অনেক ভালো। এখানে চাকরির নিরাপত্তা আছে এবং পেনশনের ব্যবস্থা আছে। আমাদের দেশে সরকারি ব্যাংকের পাশাপাশি এখন অনেক বেসরকারি ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে। তাদের সেবার মান সরকারি ব্যাংকের তুলনায় ভালো বলে গ্রাহকসংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই চাহিদার সঙ্গে তাল মেলাতে বাড়ছে বেসরকারি ব্যাংকের নতুন শাখা। সেই সঙ্গে সেবার মান উন্নত করতে হলে অধিক কর্মী প্রয়োজন। বর্তমানে চাকরির বাজারে ভালো অবস্থানে রয়েছে ব্যাংকিং সেক্টর। এখানে বিভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়। তবে এমবিএ, এমবিএম, পোস্ট গ্র্যাজুয়েট, সিএ ডিগ্রিসহ বিভিন্ন অভিজ্ঞতা চাওয়া হয়। আপনি যদি ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে উল্লিখিত অভিজ্ঞতা অর্জন করে চেষ্টা করে যান।

saving score / loading statistics ...