eng
competition

Text Practice Mode

শ্রীলঙ্কায় হামলায় নিহত ২৯০

created Apr 22nd 2019, 05:45 by


0


Rating

149 words
20 completed
00:00
শ্রীলঙ্কায় একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯০–তে পৌঁছেছে। পুলিশের বরাত দিয়ে এএফপি তথ্য জানিয়েছে। গতকাল রোববারের ওই হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
 
গতকাল সকালে এই দ্বীপরাষ্ট্রে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা দেশের বড় তিন হোটেলে হামলা হয়। পরে আরও দুই স্থানে হামলা হয়। গতকাল ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।
 
ভয়াবহ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।
 
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা। বিবিসি বলছে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছেন। বিস্ফোরণে সেলিমের মেয়ে–জামাই আহত হয়েছেন। গতকাল বিকেল পর্যন্ত সেলিমের নাতির খোঁজ পাওয়া যায়নি।

saving score / loading statistics ...