eng
competition

Text Practice Mode

দেশে ২৬ লাখ ৭৭ হাজার বেকার

created Feb 13th 2019, 08:31 by TruthSeeker


0


Rating

121 words
28 completed
00:00
শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেছেন, প্রতি বছরই বেকার যুবকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সব শেষ ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে ২৬ লাখ ৭৭ হাজার বেকার লোক রয়েছে। এদের মধ্যে ১০ লাখ ৪৩ হাজার শিক্ষিত তরুণ-তরুণী, যারা উচ্চমাধ্যমিক/স্নাতকোত্তর পাস। অর্থাৎ শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। মঙ্গলবার জাতীয় সংসদে ডা. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান অন্যান্য সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার জন্য কাজ করছে। সরকারের গত দুই মেয়াদে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর/ অধিদফতরসমূহের জনবল হাজার ৩৫৩ জন থেকে বৃদ্ধি করে হাজার ১৩৭ জনে উন্নীত করা হয়েছে। এরমধ্যে ৬৬৯ জনকে রাজস্ব খাতে নিয়োগ দেয়া হয়েছে।’

saving score / loading statistics ...