eng
competition

Text Practice Mode

জলবায়ু চুক্তি

created Nov 11th 2018, 17:11 by ronis


0


Rating

130 words
30 completed
00:00
জলবায়ু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বিতর্কিত অবস্থানের মধ্যেই ট্রাম্পকে যেন বার্তা দিচ্ছে বরফের মহাদেশ অ্যান্টার্কটিকার ফাটল ধরা সর্ববৃহৎ বরফখণ্ড। গত জানুয়ারিতে হিমশৈলটিতে বড় ধরনের অবস্থান পরিবর্তন লক্ষ্য করা গেছে। এখানে এযাবৎ কালের সবচেয়ে ১০টি হিমশৈলের একটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। গত বছরের ডিসেম্বরে লারসেন সি নামক বরফ পর্বতের ফাটল দ্বারা এই হিমশৈলের সৃষ্টি হয়। বৈশ্বিক উষ্ণায়ন চলমান থাকলে হাজার বর্গ কিমি এর হিমশৈলটি মুক্তভাবে ভেসে বেড়াবে এবং এর অবস্থান থেকে সরে আসবে। উল্লেখ্য ‘লারসেন সি’ অ্যান্টর্কটিকার সর্ব উত্তরের একটি বড় ধরনের একটি বরফ পর্বত। আমাদের প্রত্যাশা থাকবে অ্যান্টার্কটির বরফ খণ্ড যেভাবে তার অবস্থান থেকে সরে আসছে, তেমনি মানব জাতির স্বার্থে পৃথিবী নামক এই গ্রহকে রক্ষার স্বার্থেই বিশ্বের সর্বাপেক্ষা শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে না গিয়ে এর সার্বিক এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নে এগিয়ে আসার নেতৃত্ব দেবে।

saving score / loading statistics ...