Text Practice Mode
জামাল খাশোগি
created Nov 3rd 2018, 18:34 by ronis
0
221 words
24 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
সম্প্রতি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড সৌদি বাদশাহ বিন সালমানের কর্মকাণ্ডকে আবারও হুমকির মুখে ফেলেছে। যদিও যুবরাজ হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম দিকে তিনি যেসব পদক্ষেপ নেন তাতে সংস্কারপন্থী হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। মেয়েদের গাড়ি চালানো বা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ তৈরি করে দিয়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। তবে পাশাপাশি তাঁর নৃশংসতাও প্রকাশ হতে শুরু করে। দুর্নীতির অভিযোগে তিনি নিজ পরিবারের বহু উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রী স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ীদের আটক করেন। অভিযোগ রয়েছে, বন্দিদের ওপর নির্যাতন করা হয় এবং প্রত্যেককেই বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া কানাডার সঙ্গেও কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এমন এক পরিস্থিতিতেই খাশোগিকে নিয়ে নতুন সংকট শুরু হলো। এখন দেখার বিষয় হচ্ছে, এই পরিস্থিতি কী করে সামাল দেবে রিয়াদ। এক সময় খাশোগি সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ছিলেন। তিনি সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। কিন্তু বর্তমান প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক সাপ-বেজির মতো। বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন, এ নিয়ে কড়া সমালোচনা করে আসছেন তিনি। কিছু দিন আগে রাজবংশের মধ্যেই যে ধরপাকড় শুরু হয়েছিল, তারও তীব্র বিরোধিতা করেছিলেন খাশোগি, তার লেখায়। ওই সময় ধরা পড়েন যুবরাজ প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। এ যুবরাজের খুবই ঘনিষ্ঠ খাশোগি। ২০১৫ সালে একটি টিভি স্টেশন উদ্বোধনের সময় তালাল বলেছিলেন- খাশোগিকে তিনি প্রধান সম্পাদক হিসেবে বেছে নিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে- যুবরাজের বিপরীত পক্ষের লোক তিনি। আর এ কারণেই তিনি এমন ভাগ্যের মুখোমুখি হয়েছেন।
