eng
competition

Text Practice Mode

কাশফুলের মনোরম দৃশ্য টেস্ট জব ০০১ বাই জুবাযের আহমেদ

created Sep 18th 2018, 13:50 by user1680283


2


Rating

220 words
38 completed
00:00
কাশফুলের মনোরম দৃশ্য থেকে সত্যিই চোখ ফেরানো যায় না। ভরা নদীর বুকে পাল তুলে মালবোঝাই নৌকা চলে যায় ডিঙি নাও বাইতে বাইতে কোনো মাঝি হয়তো বা গেয়ে ওঠে ভাটিয়ালি গান। পুকুর পড়ে আমাগাছেল ডালে মাছরাঙা ধ্যান করে। স্বচ্ছ জলে পুটি চান্দা বা খলসে মাছের রুপালি শরীর ভেসে উঠলে সে ছো মেরে তুলে নেবে তার লম্বা ঠোটে নদীর চরে চখাচখি পানকোড়ি বালিহাস বা খঞ্ছনা পাখিল ডাক। কলসি কাধে মেঠো পথে হেটে চলে গায়ের বধূ ফষলের খেত অমিত সম্ভাবনা কৃষকের চোখে স্বপ্ন এনে দায় প্রকৃতির চোখে ভবিষ্যৎ আর স্বপ্নে ছাওয়া সবুজ ধানখেতটা একবার চেয়ে দেখে কৃষক বিলের জলে নক্ষতের মতো ফুটে থাকে সাদা লাল শাপলা। সকালের হালকা কুয়াশায় সেই শাপলা এক স্বপ্নিল দৃশ্যের আভাস আনে আলো চিকচিক বিলের জলে ফুটে ওঠে প্রকৃতিতে অপার লীলা। শরতের এই স্নিগ্ধ মনোরম প্রকৃতি মানবজীবনেও এক প্রশান্তির আমেজ বুলিয়ে দেয়। কৃষকদের হাতে সময় তেমন কোনো কাজ থাকে না। অফুরান্ত অবসার তাদের মাঠভরা সোনার ধান দেখে কৃষকের মনে দানা বেধে আসন্ন সুখের স্বপ্ন। শহরের মানুষও অবকাশ পেলে শরতের মনোরম প্রকৃতিকে উপভোগ করার জন্য গ্রামের বাড়িতে ছুটে যায় হিন্দু সম্প্রদায়ের সারধীয় দুর্গপূজার মহাধুম পড়ে যায় সময়। শরতে প্রকৃতি থাকে উজ্ঝ্বল রৌদ্রালোকিত।শরতের মতো নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীতীরে সাদা কাশফুল ভোরে হালকা শিশিরভেজা সিউলি ফুল সব মিলিয়ে এমন সুন্দর দৃশ্য অন্য সময় আর দেখা যায় না।  

saving score / loading statistics ...