Text Practice Mode
জাপানে রাসায়নিক হামলা: আরো ছয়জনের মৃত্যুদণ্ড
created Jul 26th 2018, 12:25 by MD. TARIQUL ISLAM
1
183 words
11 completed
0
Rating visible after 3 or more votes
00:00
১৯৯৫ সালের ২০ মার্চ আধ্যাত্মিক গোষ্ঠীটির সদস্যরা টোকিওর পাতাল রেললাইনে সারিন গ্যাস ভর্তি কয়েকটি ব্যাগ ফেলে রেখে যায়, যেগুলোতে ফুটো করা ছিল।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই অসুস্থ হয়ে পড়তে শুরু করে। এ ঘটনায় ১৩ জন নিহত হওয়া ছাড়াও অনেকে অন্ধ হয়ে যায়, কেউ কেউ চলাচলের শক্তি হারিয়ে ফেলে।
অপরাধের নিম্নহার ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্য গর্বিত জাপানের জনগণ এ হামলায় হতবিহ্বল হয়ে পড়েছিল।
পরবর্তী কয়েক মাসে দলটি আরও কয়েকটি রেলস্টেশনে রাসায়নিক হামলার চেষ্টা করে। ‘ওম শিনরিকিও’র ১৯ সদস্য এ হামলা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি হন।
তাদের মধ্যে নেতা আসাহারাসহ ১৩ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। বাকি ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘ওম শিনরিকিও’র অর্থ ‘চূড়ান্ত সত্য’। গত শতকের ৮০’র দশকে আধ্যাত্মিক গোষ্ঠী হিসেবে ‘ওম শিনরিকিও’র যাত্রা শুরু হয়। এর অনুসারীরা হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিশেলে নতুন এক বিশ্বাসের দীক্ষা নেয়।
আঞ্চলিক সংগঠন হিসেবে ১৯৮৯ সালে জাপান ‘ওম শিনরিকিও’র স্বীকৃতি দিয়েছিল। এক সময় বিশ্বজুড়ে আসাহারার হাজার হাজার অনুসারী ছিল।
১৯৯৫ সালের হামলার পর সংগঠনটির সদস্যরা আত্মগোপনে চলে যায়।
যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশ একে জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে। এখনো হাজার হাজার মানুষ ‘ওম শিনরিকিও’ বিশ্বাস অনুসরণ করে বলে ধারণা করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই অসুস্থ হয়ে পড়তে শুরু করে। এ ঘটনায় ১৩ জন নিহত হওয়া ছাড়াও অনেকে অন্ধ হয়ে যায়, কেউ কেউ চলাচলের শক্তি হারিয়ে ফেলে।
অপরাধের নিম্নহার ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্য গর্বিত জাপানের জনগণ এ হামলায় হতবিহ্বল হয়ে পড়েছিল।
পরবর্তী কয়েক মাসে দলটি আরও কয়েকটি রেলস্টেশনে রাসায়নিক হামলার চেষ্টা করে। ‘ওম শিনরিকিও’র ১৯ সদস্য এ হামলা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি হন।
তাদের মধ্যে নেতা আসাহারাসহ ১৩ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। বাকি ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘ওম শিনরিকিও’র অর্থ ‘চূড়ান্ত সত্য’। গত শতকের ৮০’র দশকে আধ্যাত্মিক গোষ্ঠী হিসেবে ‘ওম শিনরিকিও’র যাত্রা শুরু হয়। এর অনুসারীরা হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিশেলে নতুন এক বিশ্বাসের দীক্ষা নেয়।
আঞ্চলিক সংগঠন হিসেবে ১৯৮৯ সালে জাপান ‘ওম শিনরিকিও’র স্বীকৃতি দিয়েছিল। এক সময় বিশ্বজুড়ে আসাহারার হাজার হাজার অনুসারী ছিল।
১৯৯৫ সালের হামলার পর সংগঠনটির সদস্যরা আত্মগোপনে চলে যায়।
যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশ একে জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে। এখনো হাজার হাজার মানুষ ‘ওম শিনরিকিও’ বিশ্বাস অনুসরণ করে বলে ধারণা করা হয়।
saving score / loading statistics ...