eng
competition

Text Practice Mode

মান্দারিন হাঁস বা সুন্দরী হাঁস

created Sep 17th 2017, 18:13 by MD. Saifur Sajib


1


Rating

52 words
31 completed
00:00
মান্দারিন হাঁস বা সুন্দরী হাঁস (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত (অ্যাক্স) গণের এক প্রজাতির বাহারি রঙের ছোট ডুবুরি হাঁস। মান্দারিন হাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ টোপরপড়া ডুবুরি। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস।প্রায় ১৮ লাখ ৫০ হাজার বর্গ কিলোমিটার। গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশংকাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়।

saving score / loading statistics ...